রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে সালাম প্রামাণিকের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। মঙ্গলবার(২৪ মে) সকাল ৭ টার দিকে দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনয় মাছটি ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে সালাম প্রামাণিকের জালে মাছটি ধরা পড়লে তিনি মাছটি বিক্রির জন্য সকলে দৌলতদিয়া ফেরিঘাটের রওশনের আড়তে নিয়ে আসলে সেখানে উন্মুক্ত নিলামে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় কিনে নেন।এ সময় স্থানীয় অনেকেই মাছটি দেখতে ভীড় জমায়।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, সালাম প্রামাণিকের কাছ থেকে মাছটি ১২৫০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকা দিয়ে কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় বিক্রি করি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply