
নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি ) বাগেরহাট -২ (বাগেরহাট সদর ও কচুয়া) ও বাগেরহাট ৩ (রামপাল মোংলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ এইচ সেলিম। তার ঘোড়া প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় বিএনপির ধানের শীষের কর্মীদের দ্বারা তার এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ব্যবসায়ী ও ঘোড়া প্রতীকের কর্মী আলমগীর কাজী এম এ এইচ সেলিমের পক্ষে প্রচারণা চালানোর কারণে হামলার শিকার হন।
স্থানীয়দের অভিযোগ, ধানের শীষের কর্মী বাবুল পাইক ও বাদশা কাঠের লাঠি দিয়ে আলমগীর কাজীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও ঘোড়া প্রতীকের সমর্থকরা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। তিনি আহত কর্মীর খোঁজখবর নেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর নির্দেশ দেন।
আহত আলমগীর কাজীর পরিবারের সদস্যরা জানান, বাবুল পাইক প্রথমে এসে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে আঘাত করলে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েন। পরে আবার উঠে দাঁড়ালে তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি বাবুল পাইকের স্ত্রীও হামলায় অংশ নেন বলে অভিযোগ করা হয়। এ সময় বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়।
এই বিষয়ে জানতে চাইলে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ খান বলেন, আমরা এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে৷
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply