
একীভূত হওয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২২ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এর ফলে ব্যাংকগুলোর ওপর শেয়ারহোল্ডার ও উদ্যোক্তাদের মালিকানা ও নিয়ন্ত্রণের অবসান ঘটলো। একইসঙ্গে ব্যাংকগুলোর সম্পদ ও দায় (অ্যাসেট-লাইবিলিটি) হস্তান্তর প্রক্রিয়ায় আর কোনও আইনি বা প্রশাসনিক বাধা থাকলো না।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সঙ্গে শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে সম্পদ ও দায় হস্তান্তর সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।
এর আগে গত ৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হয়। সে সময়ই বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, একীভূত হওয়া ব্যাংকগুলোর শেয়ারমূল্য শূন্য ঘোষণা করা হবে। তবে পুঁজিবাজারে বিনিয়োগ করা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা জানায় অর্থ মন্ত্রণালয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply