সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

অদ্য ১৩ অক্টোবর ২০২৫ইং রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গত ২৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখে সরকারের পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবীতে লাগাতার অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। উক্ত অবস্থান ধর্মঘটের সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির মহাসচিব মোঃ তাজুল ইসলাম ফরাজী, মোঃ জাকির হোসেন, সভাপতি, সাধারণ শিক্ষক পরিষদ, মাওলানা বশির উল্লাহ আতাহারী, সভাপতি, অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, মাওলানা নুরুল আমিন, মাষ্টার শওকত আলী, মাওলানা শামসুল হক আনছারী, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম, ইউসুফ শরীফ, মোঃ সরোয়ার হোসেন, সিদ্দিক আলম, নূরে আলম, মোস্তাফিজুর রহমান, মাওঃ রুহুল আমিন, মাওঃ জাকির হোসেন, রুকনুজ্জামান হিরন, মাওঃ মজিবুর রহমান, ফাতিমা ফারহানা, নাইমা আক্তার, নাসরিন বেগম প্রমুখ।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের নির্দেশে মাদ্রাসা ও কারিগরি সচিব মহোদয়ের আমন্ত্রণে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিব মহোদয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে শিক্ষকদের যুক্তিক দাবী মনোযোগ দিয়ে শুনেন এবং ১ (এক) মাসের মধ্যে দাবী বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে বিকাল ৪:২০ ঘটিকায় মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক ও অর্থ বিভাগের অনুবিভাগ এর উপসচিব রাহাত আব্দুল মান্নান জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে নিম্নোক্ত তিন দফা দাবী দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেন। উপরোক্ত ঘোষণার আলোকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আন্দোলন স্থগিত ঘোষণা হয়। কিন্তু অদ্যবধি উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করতে বাধ্য হয়েছি।

দাবী সমূহঃ

১। অনুদানভূক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ২৮ জানুয়ারী ২০২৫ তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।

২। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রেরিত মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে ১০৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের লক্ষ্যে যাচাই-বাছাইকৃত ফাইল সমূহ দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ।

৩। স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থাকরণ।

8। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করণ।

৫। প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপনকরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS