মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

বিসিবি নির্বাচন: ১৭১ জন ভোটারের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিলে সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনের সময়কাল এর আগে ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর আনা হলেও এবার অবশ্য সেটি আর পরিবর্তিত হয়নি। আগের মতোই আগামী ৬ অক্টোবর হবে নির্বাচনের ভোট গ্রহণ এবং ফল প্রকাশ। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে বিসিবি।

এদিকে আগের তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল ২৫ সেপ্টেম্বর। এবার তা ২৬ সেপ্টেম্বর দেয়া হবে বলে জানিয়েছে বিসিবি। নতুন তফসিল অনুযায়ী মনোনয়ন বিতরণ করা হবে শুধু ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল আগের মতোই ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর। এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। তফসিলে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়।

এরই মধ্যে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেবেন। সভাপতি এই দুজনের মধ্যেই কঠোর লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে বিসিবি নির্বাচনে অংশ নেবেন আরও অনেক হেবিওয়েট প্রার্থী। যেখানে আছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পরীক্ষিত সংগঠকরা।

এদিকে ১৭১ জন ভোটারের খসড়া তালিকায় ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার মধ্যে আছেন আমিনুল ইসলাম নিজেই। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলরশিপ নিয়েছেন। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।

বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে আছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট ও মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।

ভোটারের তালিকায় সাবেক ক্রিকেটাররা হলেন গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, এস এম রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন। এ ছাড়া কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে ভোটার হয়েছে সঙ্গীতশিল্পী আসিফ আকবর। বিভিন্ন বিভাগ পর্যায়ের ক্লাবগুলোর কাউন্সিলরদের মধ্যে তামিম ইকবাল ও ফারুক আহমেদ ছাড়াও উল্লেখযোগ্য নাম ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) রয়েছেন।

১৭৭ জন ভোটারের তালিকা প্রকাশ করার কথা থাকলেও বিসিবি দিয়েছে ১৭১ জনের নাম। নরসিংদী, সিলেট, নওগা, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো ভোটারের নাম দেয়নি বিসিবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS