রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
তৃতীয় প্রান্তিক প্রকাশ মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্সের প্রথম প্রান্তিক প্রকাশ কোহিনূর কেমিক্যালের তৃতীয় প্রান্তিক প্রকাশ ঢাকা ইন্সুরেন্সের প্রিমিয়ার লিজিং সাপ্তাহিক দরপতনের শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা: প্রায় ৪০ কোটি টাকার ব্যবসা, বিমান বাংলাদেশের ৩ কোটি টাকার টিকিট বিক্রি, প্রায় ৪০ হাজার দর্শনার্থীদের উপস্থিতি অষ্টগ্রামে বাঙ্গাল পাড়ায় নদী ভাঙনে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের খুটি ঝুঁকির মুখে পড়েছে ঢাকাস্থ বগুড়াবাসীর মিলনমেলা অনুষ্ঠিত ভৈরবে নৌ পুলিশের অভিযানে ভারতীয় ৬০ বস্তা ফোসকা সহ আটক ৪ ব্লাকহেড জব্দ

মাইওয়ান বাজারে আনলো ৭৫% বিদ্যুৎ সাশ্রয়ী দুই নতুন ইনভার্টার এসি

মোঃ আব্দুল্লাহ হক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মাইওয়ান বাজারে এনেছে নতুন প্রজন্মের ১.৫ টন ও ২.০ টন ইনভার্টার এসি। সর্বাধুনিক প্রযুক্তির এনার্জি সেভিং ফিচারের সমন্বয়ে তৈরি এই এসি দুটি দ্রুত এবং কার্যকর কুলিং প্রদানের পাশাপাশি ৭৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। সম্প্রতি মিনিস্টারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মডেল দুটির উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, নির্বাহী পরিচালক মো. ইসহাক জোয়ার্দ্দার, শো-রুম চ্যানেলের পরিচালক মো. মাহমুদুর রহমান খানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাইওয়ান ইনভার্টার এসিতে ব্যবহৃত হয়েছে বিশ্বস্বীকৃত প্রিমিয়াম ব্র্যান্ডের কম্প্রেসর, যা দীর্ঘস্থায়ী, বিদ্যুৎ সাশ্রয়ী এবং উচ্চ কার্যক্ষমতার জন্য জনপ্রিয়। ১.৫ টন এসিতে রয়েছে Rotary Inverter HIGHLY Brand Compressor, যা টেকসই পারফরম্যান্সের পাশাপাশি শব্দহীন ও মসৃণভাবে কাজ করে। অন্যদিকে, ২.০ টন ইনভার্টার এসিতে ব্যবহৃত হয়েছে Rotary Inverter GMCC Brand Compressor, যা খুব অল্প সময়ে দ্রুত কুলিং নিশ্চিত করে ব্যবহারকারীদের তাৎক্ষণিক স্বস্তি দেয়।
সব ঋতুতে নিরবচ্ছিন্ন শীতলতা ও আরামদায়ক পরিবেশের জন্য এই এসি দুটিতে ১৬°C থেকে ৪৩°C পর্যন্ত অপারেশন টেম্পারেচার রেঞ্জের সুবিধা রয়েছে। এতে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির কম্প্রেসার ঘরের তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গতি পরিবর্তন করে, ফলে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ খরচ কমে আসে।
এই এসি দুটির অন্যতম আকর্ষণীয় ফিচার হলো R-410A নামক পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ব্যবহার। এর Zero Ozone Depletion Potential (ODP) থাকার কারণে এটি ওজোন স্তরের কোনো ক্ষতি করে না, যা পরিবেশের জন্য নিরাপদ। মাইওয়ানের ইনভার্টার এসির এই নতুন মডেলগুলো বাজারে প্রচলিত অন্যান্য এসির তুলনায় ১০০% বিটিইউ এর নিশ্চয়তা দিচ্ছে। ১.৫ টন এসিটি ১৮,০০০ বিটিইউ এবং ২.০ টন এসিটি ২৪,০০০ বিটিইউ শীতলীকরণ ক্ষমতা প্রদান করে, যা মাঝারি ও বড় আকারের রুম বা অফিস স্পেস দ্রুত ও কার্যকরভাবে ঠান্ডা করতে সক্ষম।
এসি দুটিতে এমন পাওয়ার সাপ্লাই সিস্টেম যুক্ত করা হয়েছে, যা ভোল্টেজের ওঠানামাতেও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। উভয় মডেলই 1Ph/150-260V/50Hz পাওয়ার রেঞ্জে কার্যকরভাবে কাজ করতে সক্ষম, যা বিদ্যুতের ভোল্টেজ উঠানামাতেও কোনো সমস্যা তৈরি করে না। এতে আরও রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির গোল্ডেন ও হাইড্রোফিলিক ফিন, যা এসির কনডেনসারকে মরিচা ও ক্ষয় থেকে সুরক্ষা দেয়।
মিনিস্টার মাইওয়ান গ্রুপের ব্রান্ড এন্ড কমিউনিকেশন হেড সোহেল কিবরিয়া বলেন এই মডেল দুটিতে হাই, মিড এবং লো—তিন ধরনের ফ্যান স্পিড কন্ট্রোলের সুবিধা রয়েছে, যা ঠান্ডা বাতাস ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে দেয়। পাশাপাশি ইন্ডোর ইউনিটের শব্দমাত্রা কম হওয়ায় ব্যবহারকারীরা নীরব ও আরামদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন। মাইওয়ান  উন্নত প্রযুক্তি, এনার্জি সেভিং এবং প্রিমিয়াম কুলিং অভিজ্ঞতার সমন্বয়ে মাইওয়ান ১.৫ ও ২.০ টন ইনভার্টার এসি দেশের এয়ার কন্ডিশনার বাজারে নতুন মাত্রা সংযোজন করবে। অফিস কিংবা বাসগৃহ, উভয় ক্ষেত্রেই এটি ব্যবহারযোগ্য। এই এয়ার কন্ডিশনার দুটি এখন দেশের সকল মিনিস্টার শোরুমসহ ও অনুমোদিত ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS