ইমরান আল মাহমুদ,উখিয়া:নকল জন্মসনদ দেখিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়ার চেষ্টাকালে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
শুক্রবার(১৩ মে) দুপুরে কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের প্রবেশমুখে দুই রোহিঙ্গা নকল জন্মসনদ দেখিয়ে বের হওয়ার চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,ক্যাম্প-১ এর বি-৭ ব্লকের মো. শফিক(২৫) ও মো. সেলিম(৩৬)।পরে ক্যাম্প ইনচার্জ’র মাধ্যমে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেন ১৪ এপিবিএন অধিনায়ক নাইমুল হক।
তিনি জানান,রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হওয়া রোধে এপিবিএন সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। সব চেকপোস্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply