বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগেই জানা গেছে আসন্ন এই সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।
ভেন্যু ঠিক রেখেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আসন্ন এই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজটি হবে এশিয়া কাপের ঠিক করেই। ২ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। আর বাকি দুই ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর।
ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ অক্টোবর, ৫০ ওভারের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। এই সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান।
তিনি এসিবির বিবৃতিতে বলেছেন, ‘আমরা এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক ও রোমাঞ্চকর হোয়াইট-বল সিরিজের অপেক্ষায় আছি, যা সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের পর এই সফর আমাদের জন্য মূল্যবান প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে, পাশাপাশি আমাদের দুই বোর্ডের পারস্পরিক শ্রদ্ধা ও সুদৃঢ় সম্পর্ককেও তুলে ধরে। সিরিজটি আয়োজনের জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতার মনোভাবকে সাধুবাদ জানাই।’
Design & Developed By: ECONOMIC NEWS