নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মো. আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় শুনানি শেষে আদালত আনিসুল হককে রাজধানীর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে সিআইডি পুলিশ তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিনের আদালতে হাজির করে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ভার্চুয়াল শুনানিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত ১০ আগস্ট সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ করে।
তিনি জানান, আনিসুল হকের রিমান্ড শেষে বুধবার তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS