ক্লাব বিশ্বকাপে বড় চমক দেখিয়ে ফিরেছে সৌদি ক্লাব আল-হিলাল। শেষ ষোলোতে তারা ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল। আর এই ক্লাব বিশ্বকাপে অংশ নিতেই প্রাক-মৌসুম শুরু করতে দেরি হয়েছে আল-হিলালের। যে কারণে সৌদি সুপার কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। এতেই বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে নেইমারের সাবেক ক্লাব আল-হিলাল।
চলতি বছরের সৌদি সুপার কাপ থেকে নিজেদের প্রত্যাহার করার পর সৌদি আরব ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা ও নীতিনৈতিকতা কমিটি আল-হিলালকে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার রিয়াল) জরিমানা করেছে এবং পরবর্তী আসরে সুপার কাপে অংশগ্রহণ নিষিদ্ধ করেছে। আজ বুধবার (৬ আগস্ট) এমন খবরই প্রকাশ করেছে সৌদি গেজেট।
শুধু যে আগামী মৌসুমে অংশ নিতে পারবে না এমনটিই নয়, শাস্তির অংশ হিসেবে ২০২৫-২৬ মৌসুমের সুপার কাপ থেকে আ- হিলাল যে কোনো আর্থিক পুরস্কার পেত, সেটিও আটকে দেওয়া হবে।
চার দলের সৌদি সুপার কাপে অংশ নেয় সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ। সৌদি ফুটবল ফেডারেশনের কম্পিটিশন কমিটি নিশ্চিত করেছে, আল-হিলালের বদলে এবার অংশ নিবে আল-আহলি। গত মৌসুমে সৌদি সুপার লিগে রানার্সআপ আল-হিলাল সরে দাঁড়ানোয় টুর্নামেন্টে অংশ নেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বিজয়ী আল-আহলি।
টুর্নামেন্টের বাকি তিনটি দল হচ্ছে আল-নাসের, আল-ইত্তিহাদ ও আল-কাদসিয়া। গত মৌসুমে সৌদি প্রো-লিগ ও কিংস কাপে চ্যাম্পিয়ন হয় আল-ইত্তিহাদ। যে কারণে সৌদি সুপার কাপে সুযোগ পেয়েছে লিগে তৃতীয় হওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসের।
আগামী ১৯ থেকে ২৩ আগস্ট টুর্নামেন্টটির এবারের আসর বসবে হংকংয়ে। ১৯ আগস্ট আল-ইত্তিহাদের মুখোমুখি হবে আল-নাসের। পরদিন আল-হিলালের প্রতিপক্ষ আল-কাদসিয়া।
Design & Developed By: ECONOMIC NEWS