বেশ জমে উঠেছে ওভাল টেস্ট। শেষ দিনে জয়ের ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান। হাতে ছিল ৪ উইকেট। তবে পঞ্চম দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়েছে ইংলিশরা। তাই স্বাগতিকদের বাঁচাতে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নেমেছেন ক্রিস ওকস।
জয়ের জন্য ১৭ রান প্রয়োজন থাকতেই দলীয় ৩৫৭ রানে আউট হন জেমি ওভারটন। তার বিদায়ের পর শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসেন ওকস। অপরপ্রান্তে গ্যাস আটকিনসন ৮ রানে অপরাজিত আছেন।
গত বৃহস্পতিবার ওভাল টেস্টের প্রথম দিনে সীমানারেখার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ৩৬ বছর বয়সী বোলিং অলরাউন্ডার এই ম্যাচে আর খেলতে পারবেন না।
চতুর্থ দিনের খেলা শেষে জো রুট জানিয়েছিলেন প্রয়োজনে ওকসও ব্যাট হাতে নামতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘বাকিদের মতো সে–ও (ওকস) আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টার টেস্টে) ঋষভ পন্থ ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’
তবে ওকসের ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়বে না বলে আশা করেছিলেন রুট। তবে তা হয়নি। শুরুতেই ইংল্যান্ডের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনেন ভারতীয় পেসাররা। তাই ইংল্যান্ডকে বাঁচাতে ওকসকে ভাঙা কাঁধ নিয়ে নামতেই হলো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply