লিগস কাপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর ক্লাব নেকাখসার মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মায়ামিকে যেভাবে জয়ের ধারায় এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি এই ম্যাচে তেমনটা হতে দেয়নি মেক্সিকোর ক্লাবটি। খেলার শুরুতেই চোটে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই তারকা। তবে আজ রোববার (৩ আগস্ট) নেকাখসার বিপক্ষে শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি।
ঘরের মাঠে ম্যাচ শেষে মায়ামির জয়ের চেয়ে বেশি আলোচনায় এখন লিওনেল মেসির চোট। ম্যাচের ৭ মিনিটে ড্রিবল করে প্রতিপক্ষে বক্সে ঢুকতে গেলে প্রতিপক্ষের দুই খেলোয়াড় রাউল সানচেজ ও অ্যালেক্স পেনি তাকে ঠেকাতে এগিয়ে এসে ট্যাকেল করেন। মেসি হুমড়ি খেয়ে পড়ে গিয়ে হতাশায় চাপড় মারেন, তখনই তার মুখের অভিব্যক্তিই বলে দিচ্ছে কোন দুঃসংবাদ আসতে চলেছে। শেষ পর্যন্ত ম্যাচের ১১ মিনিটেই মাঠ ছেড়ে উঠে যেতে হয় মায়ামির অধিনায়ককে।
নেকাখসার বিপক্ষে লিগ কাপের ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২-২ সমতার পর টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে নেয় মায়ামি। দুই দলেই একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ম্যাচের ১৭ মিনিটে মায়ামির মাক্সিমিলিয়ানো ফালকন সরাসরি লাল কার্ড খোর পর নেকাক্সার ক্রিস্তিয়ান কালদেরন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ৬০ মিনিটে।
দলের সেরা তারকা শুরুতেই মাঠ ছাড়ার পরও শেষ পর্যন্ত লড়াই করে টিকে থেকেছে ইন্টার মায়ামি। খেলাটা হয়ে উঠেছিল রোমাঞ্চকর। শুরুতে এগিয়ে গিয়ে পড়ে পিছিয়ে পড়া মায়ামি শেষ সময়ে সমতায় ফেরে জর্দি আলবার গোলে। তবে শেষ পর্যন্ত ম্যাচের নিস্পত্তি হয় টাইব্রেকারে।
ম্যাচজুড়ে পরিসংখ্যানে নেকাখসা এগিয়ে থাকলেও জয়টা পেয়েছে মায়ামি। ৫৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে গোলে ১৪টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখে মেক্সিকোর ক্লাবটি। । বিপরীতে মায়ামি গোলে ১১ শট নিয়ে লক্ষ্যে রাখে ৪টি।
মেসি মাঠ ছাড়ার পর ম্যাচের ১২ মিনিটেই বক্সের সামান্য বাইরে থেকে তেলাস্কো সেগোভিয়ার দুর্দান্ত গোলে এগিয়ে যায় মায়ামি। নেকাখসা সমতায় ফেরে ৩৩ মিনিটে থমাস বাদালোনির গোলে।
এরপর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে ৮১তম মিনিটে নেকাখসাকে এগিয়ে দেন রিকার্দো মনরিয়াল। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফ্রি কিক থেকে জর্দি আলবার দারুণ হেডে সমতার ফেরে মায়ামি।
২-২ গোলে ড্রয়ের ম্যাচ শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মায়ামি পাঁচটি শটই কাজে লাগাতে পারলেও নেকাক্সার তৃতীয় শট ঠেকান মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভো।
তবে ম্যাচ জিতলেও ২ পয়েন্ট পেয়েছে মায়ামি। লিগস কাপের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে জিতলে একটি দল ৩ পয়েন্ট পায়, আর নির্ধারিত সময়ে ম্যাচে সমতা থাকার টাইব্রেকারে জয় পেলে ২ পয়েন্ট পাবে। সেই অনুযায়ী ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রতে মায়ামির পয়েন্ট এখন ৫।
ম্যাচে মায়ামি জয় পেলেও আলোচনায় এসছে মেসির চোট। ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘চোট কতটা গুরুতর তা আগামীকালের আগ পর্যন্ত বোঝা যাবে না। হয়তো খুবগুরুতর নয় , কারণ সে ব্যথা অনুভব করছে না। তবে তার মাঝে অস্বস্তিবোধ রয়েছে।’
লিগ কাপে পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার ইন্টার মায়ামি মুখোমুখি হবে পুমাসের বিপক্ষে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply