নিজস্ব প্রতিবেদকঃ ১৬ জুলাই জাতীয় শহীদ দিবসে ছাত্র-জনতার বিপ্লবী আকাঙ্খা ফ্যাসিবাদী কাঠামোর মূলোৎপাটন, বিচার ও সংস্কার বাস্তবায়নের দাবিতে সোনার বাংলা পার্টি ‘র উদ্যোগে বিপ্লবী মানববন্ধন অনুষ্ঠিত।
অদ্য ১৬ জুলাই ২০২৫, সকাল ১১ ঘটিকায় সোনার বাংলা পার্টি ‘র উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে পার্টি ‘র সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরীর পরিচালনায় বিপ্লবী মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই-আগষ্ট ২৪-এর ছাত্র-জনতার বিপ্লবী আকাঙ্খা বাস্তবায়ন করতে গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছেন।
সভাপতির বক্তব্যে সোনার বাংলা পার্টি ‘র সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ বলেন গত ১ বছরের শাসনামলে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই। গত ১০ মাসে প্রায় ৪ হাজার খুন করা হয়েছে, প্রায় ১৩ হাজার নারী ও শিশু নির্যাতন হয়েছে, ৪১০৫ জন নারী ধর্ষণ হয়েছে, ৮০০ জনের এর উপরে অপহরণ করা হয়েছে, প্রায় ১০০ এর মতো দাঙ্গার ঘটনাও ঘটেছে। তাছাড়া চুরি- ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা দেশবাসী লক্ষ্য করেছে।
মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দেশ পরিচালনায় অনর্বর্তীকালীন সরকার অক্ষম হয়েছে, উনারা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে, পদত্যাগ করে দৈত্য নাগরিকগন বিদেশেই চলে যান। দেশ পরিচালনা করবেন বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলের লোকজন। আজ ১বছরেও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সম্পদের হিসাব দিতে পারলেন না। এটা মেনে নেওয়া যায়না। ফ্যাসিষ্ট হাসিনা সরকার গত ১৬ বছরে দুর্নীতি-লুটপাট করে বিদেশে টাকা পাচার করে দেশকে নরকে পরিনত করেছিল, আজকের এই দিন শহীদ আবু সাঈদসহ হাজারো ছাত্র – জনতা জীবন দিয়ে স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে। আজ বাংলাদেশের অবস্থা বিপদজনক।
যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান চৌধুরী বলেন, জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্রের সংস্কারের নামে কালক্ষেপণ করে রাষ্ট্রের ক্ষতিসাধন করছেন। অবিলম্বে রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইন বাতিল করে রাজনৈতিক দলের মার্কার বানিজ্য বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনে শুধু রাজনৈতিক দলের তালিকা থাকতে পারে। বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলকে ভোট দিবে, কোনো মার্কাকে নয়।গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল বা জোটভিত্তিক প্রাপ্ত ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের সরকার গঠন হবে।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি -ভাসানী ‘র সভাপতি স্বপন কুমার সাহা।
সোনার বাংলা পার্টি ‘র বিপ্লবী মানববন্ধনে সংহতি ও শহিদদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য রাখেন যাথাক্রমে বাংলাদেশ গ্রীণ পার্টি’র চেয়ারম্যান বশির আহমেদ, নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি এড. রবিউল হুসাইন, বাংলাদেশ সমতা পার্টি ‘র সভাপতি হানিফ বাংলাদেশী, সোনার বাংলা পার্টি’র সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক রেহেনা পারভিন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের নেতা নজরুল হক, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন প্রমূখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply