কাঙালের ভাঙ্গা আলায় কোনে; দর্শন চার পা দাঁড়িয়ে, বহু তলা বাহারি রঙে,আঙিনা ফুলে ফুলে মুখরিত।
ভীষণ- ক্ষুধার্ত; ভেসে আসা মাছ মাংসের গন্ধে ;
ক্ষুধা ভীষণ খ্যাপা।
ক্ষুধা ধ্বংসে ছুটাছুটি ঢাকায়; পথ ঘাট চকচক,রাতে আলো ঝকঝক, দেখে ভরে মন,কাঙাল কি লন্ডন?
চাকরির খোঁজে ঘুরে ঘুরে, চটি ক্ষয়ে ক্ষয়ে লয়,
ক্ষুধার যন্ত্রণায় উদর পুড়ে ক্ষয়,বাহারি রঙে রাস্তার দু-পাশে, কোটি কোটি বিল্ডিং আর বিল্ডিং, ওদের দ্বারে ঘুরে ঘুরে ক্লান্ত,পথিকের কাছে করি মাথা নত, এক বেলা চলে বাকি অনাহারে!
কোথা থেকে করবে দান? পথিকের সংসারে বহু ইতিহাস, টানাটানি সংসারে অহরহ কলহ,বেঁচে আছে ডুবুডুবু সম্মানে।
হাতে পলিথিন ‘ড্যান্ডি’ ইয়াবা খেয়ে এক ঝাঁক পথের মানুষ নেশায় আসক্ত। কেন খাচ্ছো ভাই? খুদা আর মানসিক চাপে!
ক্ষুধা নিবারণের মাধ্যম এটা বুঝি? ভয়াবহ ‘দৃশ্যে’ পলকহীন চাউনি, ভয়ে বুক কাপে থরথর তবুও বলি
অর্থ? চুরি আর ছিনতাই! আর? নেতাদের কিছু কিছু কাজে।
কী? মিছিল মিটিং আর জনতার ঘরে আগুন! আর? দুই একটি লাশ দিয়ে আয়; তার পর? জীবন চলে দুঃস্বপ্নে ! চিন্তায় মগ্ন! মুক্ত দেশের পূর্ণ ধন গুপ্ত করে
কে রেখেছে ধরে?
ক্ষমতার মহা হিমালয়ে দাঁড়িয়ে, দুঃখীদের মহা সাগরে ভাসিয়ে, দেশ থেকে বিদেশে বাড়ি করে ফিটফাটে।
বিশ্ববিদ্যালয় কি পশু মানুষ করেছে? এমপি,মন্ত্রী,সরকার করে আর কি দরকার?
শত উন্নয়নে জীবন চলে? ভয়ংকর বাঙালির জীবন্ত গল্পের সাক্ষী কবিতার প্রতিটি শব্দ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply