বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থনীতির প্রতিটি ছোট ছোট কোণায় নজর দিতে হবে। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, এসব মোকাবেলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই পথে কোনো জাদুকরী যন্ত্র নেই।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর একটি হোটেলে ৪৭তম সার্ক ফাইন্যান্স গভর্নরদের গ্রুপ বৈঠক ও সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড সেন্ট্রাল ব্যাংকিং: ব্রিজিং গ্যাপস ইন দ্য সার্ক রিজিয়ন’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সার্ক ফাইন্যান্স উইং এ আয়োজন করে।
গভর্নর বলেন, দক্ষিণ এশিয়ার অনেক মানুষ এখনো আর্থিক ব্যবস্থার বাইরে। তাদেরকে আর্থিক নেটওয়ার্কে যুক্ত করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য সার্কভুক্ত দেশগুলো নানাভাবে কাজ করছে। কেউ কেউ ভালো উদাহরণ তৈরি করছে। এসব উদাহরণ একে অন্যের সঙ্গে ভাগাভাগি করা হচ্ছে, যাতে সর্বোত্তম অনুশীলনকে সবাই নিজেদের বাস্তবতায় অভিযোজন করতে পারে।
তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা, তথ্য বিনিময় ও গবেষণায় সহযোগিতা অব্যাহত আছে। এই ধারাবাহিকতা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূটানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাশো পেনজোর, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. সায়েরা ইউনুস।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply