নিজস্ব প্রতিবেদকঃ বিনা উস্কানীতে ও মিথ্যা অযুহাতে ইরানে আক্রমন করে বেসামরিক নাগরিক হত্যা, সম্পদের হানি এবং বিশ্ববাসীর উৎকন্ঠা সৃষ্টির জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার (২৬ জুন) নাগরিক পরিষদের আহবায়ক মোহাম্মদ শামসুদ্দীন এক বিবৃতিতে এ আহ্বান জানান।
তিনি বলেন, শুধু যুদ্ধে নয় ইসরাইল ও যুক্তরাষ্ট্র এবং তাদের পক্ষাবলম্বনকারীরা নৈতিকভাবেও পরাজিত হয়েছে।
তিনি আরো বলেন, তারা বেসামরিক নাগরিকতের হত্যা করে যুদ্ধাপরাধ করেছে। জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে। বিশ্বের শান্তিপ্রিয় মানুষের উৎকণ্ঠা সৃষ্টি করেছে। মানবাধিকার লঙ্ঘন করেছে। জ্বালানি বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।
নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, অবিলম্বে ইসরাইল ও যুক্তরাষ্টকে ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি গাজা গণহত্যার নিন্দা জানিয়ে অবিলম্বে গাজায় মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply