রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের চলমান বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৭ জন রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ শনিবার (২১ জুন) এ তথ্য জানান।
ইনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৫৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
এ সময় পাঁচটি চাইনিজ রাইফেল কার্তুজ, একটি ছুরি, একটি লোহার হাতুড়ি, দুটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল সেট, দুটি দেশীয় ওয়ান শুটারগান, একটি ১২ বোর কার্তুজ, তিনটি দা, দুটি লোহার তৈরি ছোরা, তিনটি থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি থ্রি নট থ্রি রাইফেলের গুলির এমটি কার্তুজ (খোসা), একটি বার্মিজ চাকু, নয়টি শর্টগানের তাজা গুলি, চারটি গুলির খোসা জব্দ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply