নিজস্ব প্রতিবেদকঃ অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান সর্বজনীন বদলির দাবিতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হল রুমে ২১ জুন ২০২৫ সকালে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় অধ্যক্ষ মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান বক্তব্য রাখেন। অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ড. মুহাম্মদ ঈসা শহেদী, অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার, প্রফেসর ড. হানিফ খান, অধ্যক্ষ মো. নুরুল্লাহ, অধ্যক্ষ মো. আনিসুল হক, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান, প্রভাষক এস এম আবদুল হাই ছিদ্দিকী প্রমুখ।
বক্তারা মহামান্য হাইকোর্টের রায় মোতাবেক বেসরকারি শিক্ষক কর্মচারিদের অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের জন্য জোর দাবি জানান। বক্তারা বেসরকারি শিক্ষক কর্মচারিদের যথাযথ নিয়মে বদলি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতাসহ সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের জোর দাবি জানান। বক্তারা প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ, মাধ্যমিক বিদ্যালয় হেড মাওলানা ও সহকারি মৌলুভী নিয়োগের জোর দাবি জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply