বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) ৩৩তম বার্ষিক সাধারণ সভা আজ (২১ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীরা ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। লভ্যাংশের ১৭ দশমিক ৫ শতাংশ নগদ এবং ১৭ দশমিক ৫ শতাংশ স্টক হিসেবে প্রদান করা হবে।
বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী। পরিচালকদের মধ্যে আনিস আহমেদ, সেলিনা আলী, গাজী মোঃ শাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, রুসলান নাসির, মাহারীন নাসির, ব্যারিস্টার কে. এম. তানজীব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী এফসিএ এজিএম এ অংশগ্রহণ করেন।
এছাড়াও, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সেক্রেটারি মোঃ আবদুল্লাহ আল মামুন এফসিএস সহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারধারীরা এজিএম অংশ নেন। এজিএম এ উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে অনুমোদিত হয়।
সভায় শেয়ারধারীরা ২০২৪ সালে ব্যাংকের আর্থিক সাফল্য এবং প্রথাগত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালুর জন্য পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রশংসা করেন। বৈশ্বিক আর্থিক খাতে অনিশ্চয়তা এবং দেশে অস্থিতিশীলতার মাঝেও ঘোষিত ডিভিডেন্ট এবং ব্যাংকের কৌশলগত উদ্যোগের প্রশংসা করেন অংশগ্রহণকারী শেয়ারধারীরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply