রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় শিহাব শেখ (২৪) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বারলাহুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বারলাহুরিয়া গ্রামের নাসির শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রামকান্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব শেখকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে বারলাহুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply