নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কাশিমপুর এলাকায় চীনের এক নাগরিকের মালিকানাধীন ‘টাইগার ব্যাটারি’ নামের একটি কারাখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় কারখানায় নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মধ্যরাতে গাজীপুরের কাশিমপুর মেট্রো থানার ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ব্যাটারি তৈরির কারখানার দেয়াল টপকে প্রথমে ৫ ডাকাত কারখানার ভিতরে ঢুকে তিন নিরাপত্তাকর্মীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নিরাপত্তাকর্মীদের হাত পা বেঁধে চট দিয়ে ঢেকে রাখে। এসময় নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গেট ও কারখানার প্রবেশদ্বারের চাবি নিয়ে কারখানা খুলে। এসময় বাইরে একটি পিকআপভ্যানে থাকা আরও ১০ জন ডাকাত কারখানায় ভেতরে ঢুকে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলতে থাকে। ডাকাত সদস্যরা ব্যাটারি তৈরি মালামাল, তৈরি ব্যাটারি, দুটি ল্যাপটপ ও সাতটি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইসসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
কারখানার চায়না পরিচালক ইউই জু’- এর সহকারী (দোভাষী) সুমন মিয়া বলেন, রাত তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে কারখানায় যাই। গিয়ে দেখি ডাকাতরা নিরাপত্তাকর্মীদের মারধর ও হাতপা বেঁধে রেখে কারখানার ব্যাটারি তৈরির মালামাল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে।
কাশিমপুর মেট্রো থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ টিম কাজ করছে। শিগগির মালামাল উদ্ধারসহ ডাকাত সদস্যদের আটক করতে সক্ষম হবো।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply