চট্টগ্রামে বাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাসচালক লোকমান ও তার সহকারী হানিফ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘‘গত মঙ্গলবার কক্সবাজার থেকে বাসে করে চট্টগ্রামে আসে ভুক্তভোগী কিশোরী। বাসটি নগরের বহদ্দারহাট বাস টার্মিনালে সন্ধ্যা সাড়ে ৬টায় আসার পর ওই কিশোরীকে বাসের ভেতর আটকে রাখা হয়। পরে সেখানে চালক, তার সহকারী ও বাসের সুপারভাইজার মোবারক হোসেন তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় বুধবার ওই কিশোরী বাদী হয়ে চান্দগাও থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে।’’
ঘটনার শিকার কিশোরী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply