স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ লিটার চোলাইমদসহ লাল চাঁন মিয়া ও মোঃ সজিব নামে দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকায় অভিয়ান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের কামশাইর এলাকার খোরশেদ আলীর ছেলে লাল চাঁন মিয়া ও উত্তরপাড়া এলাকার সাদেক আলীর ছেলে সজিব।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানায় গোপন সংবাদের ভিত্তিতে
সহকারী উপ-পরিদর্শক শাহারুলের নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply