জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরে সেট্রোল ইন্টেলিজেন্স থেকে পাঠানো চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। ওই চিঠি দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর প্রদান করা হয়।
এদিকে, গত ২০ মার্চ থেকে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ১৯৯৬ সাল থেকে জাতীয় নির্বাচনে বিভিন্ন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯-২০১৪ সালে তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply