ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় গ্রেপ্তার করা হয়েছে আরো ৫ জনকে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১২টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডে চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। এরপর আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র-গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় দুই জনের মরদেহ।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, দুজনের মরদহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, রাজনীতির পট পরিবর্তনের পর ঢাকার পুরনো আবাসিক এলাকা মোহাম্মদপুরে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে। বেড়েছে খুনখারাবি, ছিনতাই ও ডাকাতি। অপরাধ দমনে এবং শৃঙ্খলা রক্ষায় তারা যৌথ বাহিনীর অভিযান চলমান রাখার দাবি করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply