চলতি বছরের জানুয়ারিতে দেশে খাদ্য মূল্যস্ফীতি ২.২ শতাংশ পয়েন্ট কমে ১০ দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত বছরের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতির ছিল ১২ দশমিক ৯২ শতাংশ এবং নভেম্বরে ছিল ১৩ দশমিক ৮ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ০.৯৫ শতাংশ কমে ৯.৯৪ শতাংশে নেমে এসেছে।
এদিকে জানুয়ারিতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬ শতাংশ।
খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেন, শীত মৌসুমে পণ্যের সরবরাহ বাড়ায় খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply