শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের সাবেক এমপি আব্দুল আজিজ ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

সোমবার (৪ জানুয়ারি) গভীর রাতে কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করে বলেন, তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

জানা গেছে, জুলাই-আগস্ট ছাত্র অভ্যুত্থানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের তাড়াশসহ আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি একাধিক ব্যক্তিকে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনায় পরে তাড়াশ থানায় ভুক্তভোগীরা মামলা করেন। এ মামলায় সাবেক এই সংসদ সদস্যকে আসামি করা হয়। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি আত্মগোপনে চলে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS