পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আনিস উদ দৌলা।
রোববার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।
ডিএসই সূত্রে জানা গেছে আনিস উদ দৌলা আগমী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে ১৬ লাখ শেয়ার কিনবেন তিনি। এই প্রতিবেদনটি লিখার সময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ বাজারমূল্যে যার দাম দাঁড়ায় ২৪ কোটি ০৮ লাখ টাকা।
আনিস উদ দৌলা একজন বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তা। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) এর সভাপতি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply