বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। যদিও সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত রিপোর্ট আগামীকাল (মঙ্গলবার) জমা দেওয়া হবে। এ ঘটনায় সংগ্রহ করা নমুনা বিদেশে পাঠানো হবে পরীক্ষার জন্য।

এর আগে বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। আগুনে ভবনের ৬, ৭, ৮, ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করে সরকার। কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে তিনদিনের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।

এদিকে সোমবার গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের জানান, আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলার প্রায় ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে। ভবনটি সংস্কার করে ব্যবহার উপযোগী করা যাবে কি না, সেটি পরীক্ষা-নিরীক্ষা করার পরই বোঝা যাবে। তবে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে সংস্কার সম্ভব কি না।

সংস্কার করা সম্ভব হলে কতদিন লাগতে পারে সংস্কার কাজে, সেটিও তদন্ত রিপোর্টের ওপর নির্ভর করবে বলে জানান গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS