শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অর্থনীতি-কূটনীতিসহ বিভিন্ন সেক্টরে বিদেশী আগ্রাসন বন্ধের দাবিতে ব্ল্যাক র‌্যালী ও বিক্ষোভ সমাবেশ সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠান কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল ঢাকা মহানগর পর্যায়ের ফাইনালে দাপুটে জয়, চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় দিঘলিয়া উপজেলার বর্ণাঢ্য আয়োজনে ৮ দলীয় নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত; চ্যাম্পিয়ন দিঘলিয়া একাদশ কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২, আহত-১৫ দিঘলিয়া সম্প্রীতির আবহে ১৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু; উপজেলা বিএনপি ও প্রেসক্লাব নেতৃবৃন্দের উপস্থিতি মফিজ উদ্দিন–আছিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের সম্মাননা, দোয়া ও তাবারক বিতরণ পবিত্র লাইলাতুল মেরাজ আজ

মফিজ উদ্দিন–আছিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের সম্মাননা, দোয়া ও তাবারক বিতরণ

আজিজুল গাজী
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ Time View

আজিজুল গাজী, বাগেরহাট জেলা প্রতিনিধি: প্রবাসে থেকেও দেশমাটির টানে মানবসেবায় নিবেদিত এক অনন্য মানবিক দৃষ্টান্ত আর্ত মানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন মফিজ উদ্দিন–আছিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন–এর উদ্যোগে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শাহপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে ইমাম সম্মাননা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠান।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ মানবিক অনুষ্ঠানে এলাকার বিভিন্ন মসজিদের ২০ জন ইমাম সাহেবকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ৪০ জন হতদরিদ্র ও সহায়তা প্রাপ্ত নারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মানবতার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত মফিজ উদ্দিন–আছিয়া মানব কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নিরলসভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আনসার আলী, যিনি একজন আমেরিকা প্রবাসী, প্রবাসে অবস্থান করেও দেশমাটির মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন।

ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে—
অসহায় ও দরিদ্র মানুষের জন্য ওষুধ ও চিকিৎসা সহায়তা প্রদান,
বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ ও সংস্কার,
মাদ্রাসা নির্মাণ ও উন্নয়ন কার্যক্রম,
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার সুযোগ প্রদান,
নারী ও হতদরিদ্র পরিবারের জন্য সহায়তা ও উপহার বিতরণসহ
বহুমুখী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই শেখ আনসার আলী এই মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত এই ফাউন্ডেশন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ইমাম সাহেবরা এই সম্মাননা ও উপহার প্রদান অনুষ্ঠানের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ধর্মীয় খেদমতে নিয়োজিত ইমামদের এভাবে সম্মানিত করা হলে সমাজে নৈতিকতা ও ধর্মীয় চেতনা আরও শক্তিশালী হয়।

স্থানীয় এলাকাবাসী ও সুবিধাভোগীরা মফিজ উদ্দিন–আছিয়া মানব কল্যাণ ফাউন্ডেশনের এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS