ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরীর বড় পর্দার সিনেমা ‘প্রিয় মালতী’। শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি দেখে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন মেহজাবীনকে। অভিনেত্রীকে দেখা গেছে নিজের সিনেমা উপভোগ করছেন সিনেমা হলের সিঁড়িতে বসে।
সিনেমার সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটি নজর কেড়েছে নেটিজেনদের। ছবিতে মেহজাবীনকে দেখা যায়, খুব গভীরভাবে সিনেমা উপভোগ করছেন। পাশের সব দর্শক দারুণ মনোযোগী হয়ে সিনেমাটি দেখছেন।
নিজের ফেসবুকেও ছবিটি শেয়ার করেছেন মেহজাবীন। তাতে বয়ে গেছে অসংখ্য কমেন্টের বন্যা।
একজন লিখেছেন, ‘আমার প্রিয় একজন অভিনেত্রী শুভকামনা রইল’।
অন্য একজন লিখেছেন, ‘সিনেমা টা কি ইউটিউবে মুক্তি পাবে?’
আরেকজন বললেন, ‘একটু বেশিই নাটকীয় হয়ে গেলোনাহ বিষয়টা।’
‘শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply