শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

১০৯২ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের ছেলেসহ আসামি ৫৮

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ইসলামী ব্যাংক বাংলাদেশের (আইবিবিএল) সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে এক হাজার ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১-এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের এ কর্মকর্তা জানান, দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক ইয়াছি আরাফাত বাদী হয়ে মামলাটি করেছেন।

আইবিবিএলের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে শুধু ব্যাংকটির চট্টগ্রামের চাকতাই শাখা থেকে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে।

ব্যাংকটির এমডির আত্মীয়  (সম্পর্কে খালাতো ভাই)  ও এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরীর মাধ্যমে তিন বছরে এই টাকা আত্মসাৎ করেন তাঁরা।

আইবিবিএলের ইসি কমিটির চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন, তৎকালীন এমডি ও পরিচালকসহ ৩৪ কর্মকর্তার পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের মালিক মিলিয়ে মোট ৫৮ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল-জালিয়াতি করে ভুয়া  রেকর্ডপত্র তৈরি করে আইবিবিএল থেকে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত কাজ চলবে বলে জানান দুদকের এ কর্মকর্তা। 

এ ছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগও আমলে নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS