মমির দেশ মিশর ভ্রমণের অভিজ্ঞতা ভক্তদের জানালেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন অভিনেত্রী।
মেহজাবীন তার ভেরিফাইড ফেসবুকে ১৬টি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এসব ছবির ক্যাপশনে মেহজাবীন লেখেন,
আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। জাদুঘরটি অন্বেষণ করা এবং অবশেষে তা দেখা অধীর আগ্রহে প্রত্যাশা ছিল।
মেহজাবীন আরও লেখেন, কল্পনা করার কয়েক বছর পর অবশেষে মমি দেখতে পেয়েছি। যদিও দর্শকদের মমির ছবি তোলার অনুমতি দেয়া হয়নি, তবুও অভিজ্ঞতাটি আমার মনে প্রাণবন্ত এবং অমলিন রয়ে গেছে।
মিশর প্রসঙ্গে অভিনেত্রী লেখেন, এর বাইরে, আমি মিশরের অবিশ্বাস্য ইতিহাসের আরও অনেক কিছু আবিষ্কার করেছি। যার সবই পরাবাস্তব মনে হয়- মিশর সত্যিই জাদুময়।
সম্প্রতি মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’ সিনেমার প্রিমিয়ার হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ। এ উৎসবে অংশ নিতে মিশর দেশটিতে ভ্রমণে যান মেহজাবীনসহ সিনেমার পুরো টিম।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হওয়ার পর থেকে শোবিজ অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছেন মেহজাবীন চৌধুরী। বর্তমানে নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, সিনেমা সব ক্ষেত্রেই নিয়মিত কাজ করছেন এ সেলিব্রেটি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply