মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

সাউথ আফ্রিকার ৩ ক্রিকেটার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

দুর্নীতির মামলায় সাউথ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে। ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিংয়ের প্রচেষ্টার কারণে ৭ ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছিল।

এর মধ্যে ছিলেন লনওয়াবো সতসবে, সাবেক দুই টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতি। এবার তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে গ্রেপ্তার হওয়া তিন ক্রিকেটারের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাদের যে ধারায় অভিযুক্ত করা হয়েছে সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ডসম্পর্কিত। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের পরিপ্রেক্ষিতে অভিযোগ গঠন করেছে সাউথ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন।

এ প্রসঙ্গে ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, ‘দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে তাদের সহযোগিতা ও প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানাই।’

জানা গেছে, এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ২০১৫–১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্ট ঘিরে। এদিকে তাদের ২০১৬ ও ২০১৭ সালের ফিক্সিং কান্ডের সাজা ২০২৫ সাল পর্যন্ত স্থগিত করা রয়েছে। এবার তাদের বিরুদ্ধে আবার নতুন করে অভিযোগ আনা হলো।

সতসবে প্রোটিয়াদের হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি–টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন। ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি আইসিসির সাবেক নাম্বার ওয়ান এই ওয়ানডে বোলার। তিনি ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS