রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন

কানাডা-চীন-মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমদিনেই চীন, কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন বলে অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ নভেম্বর) তিনি এমন মন্তব্য করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালান রুখতে ট্রাম্প এই পদক্ষেপ নিচ্ছেন। আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প।  

সোমবার ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পরেই কানাডা ও মেক্সিকো থেকে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্প আরোপ করে নির্বাহী আদেশে স্বাক্ষর করব।

এ ছাড়া ট্রাম্প বলেছেন, চীন সরকার যতদিন পর্যন্ত সিনথেটিক ওপিওড ফেন্টানাইল বা কৃত্রিম ওপিওড পাচার বন্ধ করবে না ততদিন পর্যন্ত চীনের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ থাকবে।

এর আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয়, তারা যেন ফেন্টানাইলের উৎপাদন বন্ধ করতে আরও পদক্ষেপ নেয়। ওয়াশিংটন জানিয়েছে, গত বছর অন্তত ৭৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যুর পেছনে কারণ ছিল ফেন্টানাইল। 

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে বলেছেন, মাদক চোরাচালান, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে এই শুল্ক আরোপ থাকবে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেন, মেক্সিকো-কানাডা উভয়েরই এই দীর্ঘ উত্তপ্ত সমস্যাটি সহজেই সমাধান করার অধিকার ও ক্ষমতা রয়েছে।

আরেক পোস্টে ট্রাম্প চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। ট্রাম্প বলেন, চীনের প্রতিনিধিরা আমায় বলেছিলেন যে ফেন্টানাইল চোরাচালানে জড়িতদের তারা মৃত্যুদণ্ড দেবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা এটি কখনো করেনি এবং এই মাদকে আমাদের দেশ ভরে গেছে। 

এর আগে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনা পণ্য আমদানিতে তিন ৬০ শতাংশ বা তার বেশি শুল্ক আরোপ করবেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS