বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৪তম সভা অনুষ্ঠিত সেলসফোর্স বাজারে আনলো এজেন্টফোর্স ৩: এআই এজেন্ট পরিচালনায় সহজ সমাধান ডেঙ্গুতে মৃত্যু আরও ১ দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিওভুক্তি ও স্বীকৃতির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুরাদনগরে নারী ধর্ষণ ও দেশব্যাপী সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধসহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই- বাংলাদেশ নারী মঞ্চ নাসিরনগরে হত্যা মামলার আসামী ধরতে ওসি’র গড়িমসি, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি রেকিট বেনকিজারের নগদ লভ্যাংশ বিতরণ গ্লোবাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ০৭ জুলাই

বরিশাল টাউন হলের সামনে কিষাণ-কিষানী ও ভূমিহীন মানুষের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৩ নভেম্বর  ২০২৪ইং রোজ শনিবার , বেলা ১১ টা, অশ্বিনী কুমার টাউন হলের সামনে  বাংলাদেশ কৃষক ফেডারেশন ও বাংলাদেশ কিষাণী সভার বরিশাল জেলা শাখার উদ্যোগে খাসজমি চিহ্নিতকরণ, ভুমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্ত, ভূয়া বন্দোবস্ত বাতিল, প্রকৃত ভুমিহীনদের তালিকা প্রনয়ন এবং কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত  কমিটি সক্রিয় করাসহ ৫ দফা দাবিতে এক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শ্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে

বাংলাদেশ কৃষক ফেডারেশনের বরিশাল জেলা শাখার সভাপতি শুক্কুর আহমদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ  ইকবাল খান, বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় সভানেত্রী  ডাঃ সামসুন্নাহার খান ডলি, কিষাণী সভা  বরিশাল জেলা শাখার সভানেত্রী  রুনা লায়লা সোনালী,সেতারা বেগম,সেলিনা বেগম,হ্যাপী আক্তার,কহিনুর বেগম,কৃষক নেতা মোঃ জামান আকন,মোঃ শহিদ হোসেন,মৃনাল কান্তি বিশ্বাস, মোঃ ইনসান হাওলাদর প্রমূখ নেতৃবৃন্দ।   

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলম প্রধান অথিতির বক্তব্যে  জুলাই-৩৬ ছাত্র-জনতার  আন্দোলনে বরিশালের জনগণের অংশগ্রহণ ও ভূমিকার প্রশংসা করে বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও স্বৈরাচারের সুবিধাভোগি চ্যালারা এখনও দেশের বিভিন্ন অঞ্চলে ঘাপটি মেরে রয়েছে। তিনি সুদূর ব্রিটিশ আমল হতে জাতির যে কোন ক্রান্তিলগ্নে বরিশালের মানুষ সংগ্রামী ভূমিকা পালন করে আসছে বলে অভিমড্ত ব্যক্ত করেন। গত শতাব্দীর সত্তরের দশক হতে বরিশালে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সংগঠিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বরিশালে কৃষক ফেডারেশনের কাজের অন্যতম সাফল্য হচ্ছে রসুলপুর খাস চরে ১৯৯৬ সালে ভূমিহীনদের দখল-অবস্থান। ভূমিহীনরা অত্যাচার, নির্যাতন, উচ্ছেদ অভিযান, স্থানীয় প্রভাবশালীদের যড়যন্ত্রসহ নানামূখী প্রতিকুলতা মোকাবেলা করে আজও চরে তাদের অবস্থান ধরে রেখেছে।

কিন্তু অত্যন্ত দুঃখের   বিষয় ভূমিহীনদের দখল-আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য একটি খুদ্র স্বার্থানেষী মহল প্রায় সময়ই পাঁয়তারা করেছে। এদের মধ্যে বাংলাদেশ কৃষক ফেডারেশন বরিশাল জেলা কমিটি কর্তৃক ২০১২ সালে ও কেন্দীয় কমিটি ২০১৮ সালে বহিষ্কৃত কথিত গাঁজাখোর হারুন ভাণ্ডারী অন্যতম। হারুন ভান্ডারী রসুলপুর চরসহ জেলার বিভিন্ন এলাকায় খাসজমি দেওয়ার নামে চাঁদাবাজি, মাস্তানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। দক্ষিণ আফ্রিকায় লোক পাঠানোর নাম করে বরিশালের নারী-পুরুষের কাছ হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। কমরেড আলম বরিশালে গুটি কয়েক স্থানীয় পত্রিকায় গত ২২ নভেম্বর মাতাল সদৃশ গাঞ্জিকাসেবী মূর্খ হারুন ভাণ্ডারীর মিথ্যা প্রলাপ ছাপানোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, বদরুল আলমসহ কৃষক ফেডারেশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কেউই কখন আওমালীগ করে না, করেনি। কমরেড বদরুল আলম সংগঠনের বরিশালের সর্বস্তরের সদস্য-সদস্যাদের সুযোগ সন্ধানী ক্ষুদ্র গোষ্ঠিসমূহের নাশকতামূলক অপতৎপরতার দিকে বিশেষ নজর রেখে  সাংগঠনিক কাজকে দুর্বার গতি এগিয়ে নিয়ে যাওয়া আহ্বান জানান। তিনি বলেন, কৃষক ফেডারেশনের গঠনমূলক ও নিয়মতান্ত্রিক ভূমি আন্দোলনের ফলে দেশের লক্ষাধিক নারী-পুরুষ প্রায় ৭৬ হাজার একর খাস ও সরকারী জমিতে বসবাস করে আসছে। এ ভূমি আন্দোলন দেশের অসহায় ভূমিহীন, ক্ষুদ্র কৃষক, কৃষিশ্রমিক ও কিষাণীদের উদ্দিশে নিবেদিত। তিনি উপরোল্লিখিত ৫ দফা দাবীকে কেন্দ্র বরিশালের মাটিতে কৃষক ফেডারেশন ও কিষাণী সভার শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সর্বোপরি তিনি বৈশ্বিক জলবায়ু  পরিবর্তনের প্রভাবে উপকুল অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতিপুরণ প্রদানের দায়ী ধনি দেশগুলোর প্রতি আহবান জানান। তিনি কৃষকের খাদ্য সার্বভৌমত্ব ও পরিবেশ প্রতিবেশ বান্ধব চাষাবাদ অ্যগ্রোইকেলজী প্রবর্তন করার জন্য সরকার প্রতি জোর দাবী জানান। 

বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী ডা: সামসুন্নাহার ডলি তাঁর বক্তব্যে  উল্লেখ করেন, খাসজমির আন্দোলনে কিষাণীরা সব সময় অগ্রসর ও নেতৃস্থানীয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও কিষাণীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন,বাংলাদেশ কিষাণী সভা বরিশাল জেলার সভানেত্রী রুনা লায়লা সোনালীর বিরুদ্ধে সদর থানা মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা তদন্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি প্রদানের দাবী করেন।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান বলেন, কোন গোষ্ঠি বিশেষ চক্রান্ত করে কৃষক, ভূমিহীন জনগণের লড়াই সংগ্রাম ব্যাহত করতে পারবে না। আন্দোলনে নির্দিষ্ট পর্যায় যুগেযুগে স্বার্থবাদী গোষ্ঠী জন্ম হয়েছে। কালান্তরে আবার তা ঝরেও গিয়েছে। তিনি বলেন,বাংলাদেশ কিষাণী সভার সভানেত্রী রুনা লায়লা সোনালী,  বাংলাদেশ কৃষক ফেডারেশনের বরিশাল জেলার শাখার সাধারণ সম্পাদক সঞ্জীব সিং বর্মন ও কৃষক নেতা মোঃ সোহাগ হাওলাদাদের বিরুদ্ধে সদর থানায় জি আর  মামলা নং ৫৫/২৪,বাদী হাবিবুর রহমান মিন্টু কর্তৃক  মিথ্যা  মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো  বলেন,  সংগঠন থেকে বহিস্কৃত হারুন ভান্ডারীর কথিত বক্তব্য বরিশালের স্থানীয় পত্রিকা ছাপানোর প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে তদন্ত সাপেক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।তিনি আরো বলেন, বরিশালের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, যুবলীগ করেনি এবং কোন কমিটির সদস্য পর্যন্ত ছিলো না। এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন বিরত থাকার আহবান জানান।

স্থানীয় নেতৃবৃন্দ ভূমিহীন বলেন, মানুষের স্বার্থে জোরদার আন্দোলন গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, বরিশালে এমন নিয়মতান্ত্রিক আন্দোলন করা হবে যে আন্দোলনের তোড়ে সকল অপশক্তি বঙ্গব সাগরে ভেসে যাবে। তারা অতিসত্তর ৫ দফা দাবী মেনে নেয়ার জন্য বর্তমান অন্তর্বর্তি সরকারের কাছে ঐকান্তিক দাবী জানান। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS