রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আদিবাসী সাঁওতালরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৪৩৮ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃ আদিবাসী সাঁওতালদের উচ্ছেদ করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ-বাগদা ফার্মে ইপিজেড নির্মাণ বন্ধের দাবিতে আদিবাসী সাঁওতালরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি গাইবান্ধার আয়োজনে  প্রায় ৩০মিনিট এ অবস্থান কর্মসূচি চলে। এ অবস্থান কর্মসূচি চলাকালে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়।


এর আগে দুই শতাধিক সাঁওতাল গাইবান্ধা জেলা মৎস অফিসের সামনে সমাবেত হয়ে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করে।
সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জাহাঙ্গীর কবীর তনু, প্রিসিলা মুরমু, সুফল হেমব্রম, শ্যামল মার্ডি, মানিক সরেন, বাবলু টুডুসহ অনেকে।


বক্তারা বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের পৈতৃক তিন ফসলি জমিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এখানে ইপিজেড নির্মাণ করা হলে সাঁওতালদের বাপ-দাদার জমি থাকবে না। তাই এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হবে। সরকার এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


বক্তারা আরও বলেন, জমির জন্য সংগ্রাম করতে গিয়ে তিন সাঁওতালকে জীবন দিতে হয়েছে। বর্তমানে জমিতে তাঁরা ধানসহ বিভিন্ন ফসল চাষাবাদ করছেন। শিল্পপ্রতিষ্ঠান গড়ার অনেক জায়গা সরকারের পতিত রয়েছে। সেখানেও ইপিজেড হতে পারে। কিন্তু সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড নির্মাণ যুক্তিযুক্ত নয় দাবি বক্তাদের।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি আছে।

এই জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। কিন্তু ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ এসব জমিতে উচ্ছেদের উদ্দেশ্যে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত, অন্তত ২০ জন আহত হন। এরপর থেকে সাঁওতালরা দফায় দফায় এই জমি দখল করেন। জমি উদ্ধারে গঠিত হয় সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এ রকম পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা) সাহেবগঞ্জ-বাগদা ফার্ম এলাকায় ইপিজেড স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় সাঁওতালরা, এখানে ইপিজেড না করার জন্য আন্দোলন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS