ঈদ ছাড়াই মুক্তি পেলো শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘দরদ’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে একযোগে মুক্তি পেয়েছে আলোচিত এ সিনেমা।
শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দরদ’। এছাড়া ভারতসহ ২২টি দেশে একযোগে চলছে সিনমোটি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।
নতুন সিনেমাটি প্রসঙ্গে অনন্য মামুন বলেন, দেশে ৮৩ হলে মুক্তি পাচ্ছে। বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। আমার আত্মবিশ্বাস আছে, দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।
একই সুর স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদের কথাতেও। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দরদ’-এর অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো। এ কারণে পূর্ব নির্ধারিত ২২টি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও চারটি শো বাড়ানো হয়েছে।
রোমান্টিক ও থ্রিলারধর্মী ‘দরদ’-এ তিনটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘দুলু মিয়া’। তাকে কখনও বোকা, কখনও পাগল, কখনও প্রেমিক আবার কখনও খুনির রূপে দেখা গেছে। রহস্য ভরা এ সিনেমা দেখার দর্শক আগ্রহ বাড়ছে। যে কারণে সিনেমাহল মালিকরাও আশাবাদী সিনেমাটি নিয়ে।
এদিকে ঈদ ছাড়াই দেশে বিগ বাজেটের সিনেমা মুক্তির বিষয়টি প্রচলিত রীতি ভেঙে দিয়েছে। যা চলচ্চিত্র জগতের জন্য ইতিবাচক ভাবনা বলে মনে করছেন সিনে বোদ্ধারা।
প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply