এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ২০ বিলিয়নে নিচে নেমে এসেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
মুখপাত্র হুসনে আরা শিখা জানান, গত দুই মাসে (সেপ্টেম্বর ও অক্টোবর) আকুর বিল পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আর এতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়ায় ১৮ দশমিক ১৯ বিলিয়ন ডলারে।
জানা যায়, গত তিন মাসে রেমিটেন্সে ৬ বিলিয়ন এবং রপ্তানিতে ১০ বিলিয়ন ডলার আয় হয়েছে। এ ছাড়া আমদানি এলসি খোলার চাপ কম থাকায় ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার মজুত হয়েছিল। নির্ধারিত সীমার চেয়ে বেশি ডলার থাকায়, তা কিনে নেয় বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভ বাড়ে।
অন্যদিকে, বিদেশি ঋণ এলেও তা রিজার্ভে যুক্ত হয়। দুই মাস পর গত ৭ নভেম্বর রিজার্ভের পরিমাণ ২০ বিলিয়নে পৌঁছেছিল। আকুর দায় পরিশোধের পর তা ১৮ দশমিক ১৯ বিলিয়নের নিচে নেমেছে। তবে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মূল্যায়নের প্রচলিত পদ্ধতি অনুসারে, আজ ১২ নভেম্বরে গ্রস রিজার্ভ নেমে এসেছে ২৪ দশমিক ১৯ বিলিয়ন ডলারে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply