রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ ৫ ভারতীয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৭ Time View

জুয়েল,দিনাজপুর প্রতিনিধি: অনুপ্রবেশের দায়ে আটককের পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক।
বুধবার (২০এপ্রিল) সকালে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে তাদের আইনি প্রক্রিয়ার মধ্যে ভারতে ফেরত পাঠানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) কর্মকর্তাদের উপ¯ি’তিতে সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বদিউজ্জামান ভারতীয় ইমিগ্রেশন কর্মকর্তা শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করেন।

ভারতে ফেরত যাওয়া নাগরিকরা হলো, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে ছামিউল হাসদা (৩০), একই এলাকার মন্টুমুর্মুর স্ত্রী শান্তনা মুর্মু (৪৫), দক্ষিণ দিনাজপুরের পশ্চিম আপতুর গ্রামের হোপনার ছেলে লিপলাল হেমরোম (৪২), আসামের কালাইর আলগা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ (৩৫) এবং মুর্শিদাবাদের সাগরদিঘি থানার চোরদিঘি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি (৪৪)।

হিলি ইমিগ্রেশনের ওসি বদিউজ্জামান বলেন, ‘তারা বিভিন্ন সময় অবৈধ্যভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবি সদস্যের হাতে আটক হন। এরপর থেকে তারা দিনাজপুর ও নওগাঁ কারাগারে ছিলেন। বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বুধবার ২০ এপ্রিল সকালে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন নারীসহ ৫ ভারতীয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS