রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আজ অনুষ্ঠিত হলো ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা আমানতকারীদের সুরক্ষা ও জনআস্থা বৃদ্ধিতে ‘আমানত সুরক্ষা অধ্যাদেশ’ জারি করেছে সরকার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় আয়োজিত উৎস সন্ধ্যা ২০২৫-এ সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মারসেডিজ- বেন্জ বাংলাদেশ চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউতে ইভি চার্জিং অবকাঠামো সম্প্রসারণ করেছে ওয়াটার-রেজিজট্যান্সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল রিয়েলমি সি৮৫ সিরিজ মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেল ইসলামী ব্যাংক এবি ব্যাংকের মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ছুটি গ্রুপ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংক ও মে ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসলামী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। দেশের দক্ষিণের জেলা বরগুনার পাথরঘাটায় আজ ব্যাংটির ৩৯৬ তম শাখার উদ্ভোবধন করা হয়।

বুধবার (৬ নভেম্বর) ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইনে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা ও একেএম মাহবুব মোরশেদ, ব্যবসায়ী চৌধুরী মোঃ ফারুক, মোঃ শামীম আহসান, চৌধুরী মোঃ মাসুম, পাথরঘাটা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসিন কবির, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালেহ, আলেম ডাঃ এম এস সোহাগ বাদশা, ব্যবসায়ী মোঃ খলিলুর রহমান ও মোঃ মাহবুবুর রহমান খান এবং মোঃ হারুন অর রশীদ।

এছাড়া, অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন পাথরঘাটা শাখা প্রধান মোঃ লকিতুল্লাহ। এসময় ব্যাংকের নির্বাহী- কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলতাফ হুসাইন বলেন, ইসলামী ব্যাংক মাটি ও মানুষের ব্যাংক। দেশের আর্থিক খাতের চলমান সমস্যার মধ্যেও ইসলামী ব্যাংকের সকল ব্যাংকিং কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পাদন হচ্ছে। বিভিন্ন সংকট কাটিয়ে মাত্র ৩ মাসের মধ্যে ইসলামী ব্যাংক আপন মহিমায় ঘুরে দাঁড়িয়েছে ।

তিনি বলেন, ব্যবসার পাশাপাশি সমাজ উন্নয়ন ও মানবকল্যাণমূলক কাজে অবদান রাখার ফলে ইসলামী ব্যাংক জনগণের দোরগোঁড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে। প্রান্তিক অঞ্চলের মানুষেরঅর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে ইসলামী ব্যাংক ২০ লক্ষ গ্রাহককে বিনিয়োগ প্রদান করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে ইসলামী ব্যাংক দেশের সর্ববৃহৎ ও শক্তিশালী ব্যাংক। ২ কোটি ৩০ লাখ গ্রাহকের এই ব্যাংককে সাধারণ মানুষ নিজেদের আস্থার ঠিকানা মনে করেন।

তিনি পাথরঘাটা এলাকার ব্যবসার চাহিদা ও গুরুত্ব উল্লেখ করে পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগ সেবা চালু করার প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া পাথরঘাটা শাখাসহ সারাদেশে ৬ হাজারের বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS