নিজস্ব প্রতিবেদকঃ সাউথইস্ট ব্যাংক পিএলসি আজ মাস্টারকার্ড এবং যানবাহন রক্ষণাবেক্ষণ স্টার্টআপ যান্ত্রিক লিমিটেডের সঙ্গে একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। দেশের ক্রমবর্ধমান গাড়ির মালিকদের জন্য চালু করা নতুন এই কার্ডটি কার্ডহোল্ডারদের বিস্তৃত সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে তারা জ্বালানি খরচ নিয়ন্ত্রণ এবং যান্ত্রিক প্ল্যাটফর্মে বিশেষ ছাড় প্রাপ্তির মাধ্যমে গাড়ির রক্ষণাবেক্ষণ করতে পারবেন।
রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেলে মেরামতের ক্ষেত্রে কার্ডহোল্ডাররা পাবেন ২০% ছাড় এবং গাড়ির মালিক উক্ত গাড়ির বীমায় ১৫% ছাড় পাবেন। নিয়মিত কার ওয়াশ সার্ভিস এবং ইন্টেরিয়র পলিশ ও পরিষ্কারের সুবিধাও তারা পাবেন। এছাড়া, মেরামতের কাজে ৩,০০০ টাকা পর্যন্ত সঞ্চয়ের সুবিধা উপভোগ করবেন কার্ডহোল্ডাররা। এলপিজি ব্যবহারের ক্ষেত্রে, কার্ডহোল্ডারদের জন্য কিস্তি পরিশোধে বিনা সুদে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
এছাড়াও, প্রিপেইড কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৮,০০০-এরও বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা গ্রহণ করলে বিশেষ ছাড় পাবেন। আরও রয়েছে, বছরে দুইবার বিনামূল্যে গাড়ির ফোম ওয়াশ, বিনামূল্যে ইঞ্জিনের তেল পরিবর্তন এবং গাড়ির সার্বিক অবস্থা ও এসি বিনামূল্যে চেকআপের সুবিধাও।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, “এই সহযোগিতা গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের গ্রাহকদের জন্য সেবার বিস্তৃত পরিসরকে আরও বৈচিত্র্যময় করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কার্ডটি কার্ডহোল্ডারদের অসাধারণ সুযোগ- সুবিধা প্রদানের পাশাপাশি তাদের প্রিয় যানবাহনকে সবসময় চমৎকার অবস্থায় রাখার নিশ্চয়তা দেবে। ফলে, এই কার্ডের ব্যবহার গাড়ির মালিকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।”
যান্ত্রিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল-ফারুক বলেন, “সাউথইস্ট ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের এই অনন্য উদ্যোগে সহযোগী হতে পেরে আমরা উচ্ছ¡সিত। প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের গ্রাহকদের জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ সহজ করে তোলার প্রতিশ্রতি নিয়ে কাজ করছি, যাতে তারা তাদের ব্যয়ের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের গাড়ির যত নিতে পারেন।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশের ভোক্তা বাজার দ্রæত স¤প্রসারিত হচ্ছে, যার ফলে দেশে গাড়ির মালিকের সংখ্যা বাড়ছে। গাড়ির রক্ষণাবেক্ষণে সাশ্রয়ী সেবার চাহিদা বৃদ্ধি
পাওয়ায়, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও যান্ত্রিকের সঙ্গে এই নতুন কার্ডটি চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এটি গাড়ির মালিকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা গ্রহণের সুযোগ দেবে, পাশাপাশি তারা আকর্ষণীয় সুবিধাও উপভোগ করতে পারবেন। এই সহযোগিতামূলক উদ্যোগটি মাস্টারকার্ডের কার্ডহোল্ডারদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা প্রদান করার প্রতিশ্রতিকে তুলে ধরে।
মাস্টারকার্ড সম্পর্কে:
বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মানুষের ক্ষমতায়নে কাজ করছে মাস্টারকার্ড। আমাদের গ্রাহকদের নিয়ে আমরা একসঙ্গে এমন একটি টেকসই অর্থনীতি গড়ে তুলছি যেখানে সকলের সমৃদ্ধি সম্ভব। লেনদেনকে নিরাপদ, সহজ, স্মার্ট এবং সড়ারব জন্য সহজলভ্য করে তুলতে আমরা নানা ধরনের ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করি। আমাদের প্রযুক্তি ও উদ্ভাবন, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক একত্রে একটি অনন্য পণ্য ও সেবার সমন্বয় তৈরি করে, যা ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রসমূহকে তাদের সর্বোচ্চ সম্ভাবনা
অর্জনে সহায়তা করে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্পর্কে,
সাউথইস্ট ব্যাংক লিমিটেড হলো একটি দ্বিতীয় প্রজন্মের বেসরকারি ব্যাংক। ১৯৯৫ সালে বিশ্ব অর্থনীতির উদারীকরণের সময় এ ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে, ৩০ জুন, ২০২৪ পর্যন্ত এর অনুমোদিত মূলধন হলো ১,৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১,২৮৬ কোটি টাকা এবং মোট মূলধন ৪,৯৩২ কোটি টাকায় পৌঁছেছে। বাংলাদেশে খুব কম ব্যাংকই রয়েছে যারা ‘ট্র্যাডিশনাল ব্যাঙ্কিং’ ও ‘ইসলামিক ব্যাংকিং’ উভয় ধরনের সেবা প্রদান করে থাকে, সাউথইস্ট ব্যাংক তার মধ্যে অন্যতম। বর্তমানে এটি সারা দেশে ৫টি ইসলামিক ব্যাংকিং শাখা, ২টি নারী শাখা, ২২টি উপশাখা, ৪৫০টি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) এবং ২টি অফ-শোর ইউনিট সহ মোট ১৩৫টি শাখার মাধ্যমে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। গ্রামীণ এলাকায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে, স¤প্রতি টেলি ক্যাশ” নামক একটি মোবাইল ব্যাংকিং পরিষেবাও চালু করেছে সাউথইস্ট ব্যাংক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply