শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কক্সবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের বিরুদ্ধে দুদকের মামলা নভেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ২ বিলিয়ন মার্কিন ডলার চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে (জুলাই–অক্টোবর) রাজস্ব ঘটতি ১৭ হাজার কোটি টাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দর দরপতনের শীর্ষে রহিমা ফুড দর বৃদ্ধির শীর্ষে আনোয়ার গ্যালভানাইজিং লেনদেনের শীর্ষে নবাগত ডিসি কামাল হোসেনকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ফুলেল শুভেচ্ছা; ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রণ আইএফআইসি ব্যাংকের ল’ এবং আইটি বিভাগে নিয়াগপ্রাপ্ত নতুন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের সনদপত্র প্রদান স্বাবলম্বী ঢাকা-১৭ গড়তে আমরা বদ্ধপরিকর : ডা. খালিদুজ্জামান ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে বাংলালিংক ও এস.এ. গ্রুপের অংশীদারিত্ব

হজ্জযাত্রীদের বিমান টিকিটসহ যেসব বিষয়ে কর অব্যহতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমণকারী বাংলাদেশী হজ্জযাত্রীদের বিমান টিকিটের উপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (BD), যাত্রী নিরাপত্তা ফি (P7) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি (P8) এর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করল অন্তর্বর্তীকালী সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আনদুর রহমান খান স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বুদ্ধির কারণে পবিত্র হজ্জ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ্জ পালন ব্যয়বহল ও কষ্টসাধ্য হইয়া পড়িয়াছে। যেহেতু, হজ্জ পালন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকেটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত এবং বিমান টিকেটের উপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (BD), যাত্রী নিরাশঙ্কা ফি (P7) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি (PS) এর উপর প্রযোজ্য মূল্য সংযোজন কর হ্রাস বা অব্যাহতি প্রদান করা হইলে ধর্মপ্রাণ মুসলিমগণের জন্য পালন ব্যয়সাশ্রয়ী ও সহজ হবে।

সেহেতু, হজ্জ পালান ব্যয়সাশ্রয়ের বৃহত্তর উদ্দেশ্যে সরকারের গৃহীত অগ্রাধিকার নীতির আলোকে আবগারি ও লবণ আইন, ১৯৪৪ – আইন নম্বর. ১৯৪৪ এর ১ (Excise and Salt Act, 1944 -Act No. I of 1944), অতঃপর উক্ত আইন (Act) বলিয়া উল্লিখিত ধার ১২ এ-২ (section 12A-2) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, উক্ত আইনের প্রথম সূচির পার্ট-২ পরিষেবায় (FIRST SCHEDULE PART-II SERVICE) টেবিলের কলাম (১) এর পরিষেবা কোড ই-০৩৩.০০ (Service Code E033.00) এর বিপরীতে কলাম (২) এ বর্ণিত সেবার ক্ষেত্রে পবিত্র হ্যা, ২০২৫ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজ্জযাত্রীদের বিমান টিকিটের উপর প্রযোজ্য সমুদয় আবগারি শুদ্ধ এবং পবিত্র যথা, ২০২৫ পালনের উদ্দেশ্যে সৌদি আরব, গমনকারী হজযাত্রীদের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্প আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর খারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এম্বারকেশন ফি (BD), যাত্রী নিরাপত্তা ফি (P7) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি (PS) এর উপর প্রযোজ্য সমুদয় দুলা সংযোজন কর অব্যাহতি প্রদান করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS