বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের তালিকায় শাওমি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক কর্পোরেট ও ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং-এ টানা তৃতীয়বারের মতো সেরা ১০০ ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিয়েছে শাওমি। উদ্ভাবন, উচ্চ মানের প্রযুক্তি পণ্য এবং বিশ্বজুড়ে উপস্থিতির কারণে সেরা ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্র্যান্ডটি। সম্প্রতি প্রকাশিত তালিকায় শাওমি আন্তর্জাতিক প্রযুক্তি শিল্পে গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হিসেবে ৮৭ তম স্থান দখল করেছে।   

বিগত ২৫ বছর ধরে ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং’ বৈশ্বিক বিভিন্ন ব্র্যান্ডের ধারাবাহিক শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে উঠেছে। সেরা ব্র্যান্ডের তালিকা তৈরির সময় যে কোন ব্র্যান্ডের আয়, মুনাফা, বিশ্বজুড়ে উপস্থিতি, ব্র্যান্ডটি সম্পর্কে মানুষের ধারণা, ব্র্যান্ডটির অর্থনৈতিক লেনদেনের তথ্য এবং ব্র্যান্ড স্ট্রেন্থ স্কোর-এর ওপর প্রাধান্য দেয়া হয়। ইন্টারব্র্যান্ডের নির্ধারিত সকল শর্ত পূরণ করে এই তালিকায় স্থান পেয়েছে শাওমি। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও ইন্টারব্র্যান্ডের গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং-এ স্থান পেয়েছিল ব্র্যান্ডটি।  

বিশ্ব বাজারে অত্যাধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে শাওমি নিয়মিত নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হচ্ছে। ফলশ্রুতিতে টানা তৃতীয়বারের মতো শাওমি স্থান করে নিলো ব্র্যান্ড জগতের এই বিশেষ তালিকায়। বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শাওমির এই উত্থানের পিছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে এর পণ্যের গুণমান, উদ্ভাবনী প্রযুক্তি এবং গ্রাহক সন্তুষ্টি অর্জনের নিরলস প্রচেষ্টা।  

ইন্টারব্র্যান্ডের তথ্য অনুযায়ী, শাওমির ব্র্যান্ড মূল্য বর্তমানে ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা বার্ষিক প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে। এই অর্জন ধারাবাহিকভাবে বিশ্বব্যাপী প্রতিযোগিতার বাজারে শাওমির দৃঢ় অবস্থানকেই  প্রতিফলিত করে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “‘ইন্টারব্র্যান্ড গ্লোবাল বেস্ট ব্র্যান্ড র‍্যাঙ্কিং’ শাওমির উচ্চ-মানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ায় আমরা খুবই উচ্ছসিত। নিঃসন্দেহে এই তালিকায় স্থান পাওয়া বিশ্বের যে কোন ব্র্যান্ডের জন্যই সম্মানজনক ও গর্বের বিষয়। এই অর্জন বিশ্বমানের পণ্য তৈরি করার প্রতি আমাদের নিরলস প্রচেষ্টার পাশাপাশি বিশ্বের কোটি কোটি শাওমি ফ্যানদের বিশ্বাস ও ভালবাসাকেও তুলে ধরেছে। শাওমি বাংলাদেশ এই অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের মানুষের জন্য উচ্চমানের প্রযুক্তিপণ্য সরবরাহে অঙ্গীকারাবদ্ধ।“শাওমির অন্যতম সেরা বৈশ্বিক ব্রান্ডে পরিণত হওয়ার এই অসাধারণ যাত্রা তাদের উচ্চ-মানের পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতিরই প্রমাণ।

 সাম্প্রতিক সময়ে শাওমি তার নিজস্ব অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম- হাইপারওএস ২ নিয়ে কাজ করছে। গতবছরের শেষে প্রথম কোন মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড হিসেবে তাদের প্রথম ইলেকট্রিক কার এসইউ ৭ বাজারে নিয়ে আসে শাওমি। এছাড়া তাদের অন্যান্য প্রযুক্তি পণ্যের মাধ্যমেও শাওমি ধারাবাহিকভাবে তার নকশা ও উদ্ভাবনী প্রযুক্তিতে সকল বাঁধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতা প্রদর্শন করেছে। যার ফলস্বরূপ বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০২৪ সালের জুন মাসে প্রথমবারের মতো শাওমিকে টাইম ১০০ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল কোম্পানির তালিকায় স্থান দিয়ে সম্মানিত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS