আমানত সুরক্ষা আইন আরও পরিবর্তন করা হবে। এর মাধ্যমে আমানতকারীদের সুরক্ষার মাত্রা আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানত সুরক্ষা আইনটি চূড়ান্ত হলে ব্যাংক খাতের ৯৫ শতাংশ আমানতকারী সুরক্ষিত হবে।
অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর নিশ্চয়তা দিয়েছেন, শতভাগ বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আমানতকারীদের পক্ষে আমরা কাজ করছি। এজন্যই ব্যাংকগুলো সংস্কারে গিয়েছি। যারা ব্যাংক খাত বোঝেন এমন ব্যাক্তিদের দিয়ে বোর্ড গঠন করা হয়েছে।
আমানতকারীদের টাকা চাহিদামতো ফেরত দেওয়ার জন্য তারল্য সহয়তা দেওয়ার সুযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক নতুন করে টাকা না ছাপিয়ে অন্য ব্যাংকের মাধ্যমে ধার করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, আমানতকারীদের টাকা সম্পূর্ণ নিরাপদ।
ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, সকল আমানতকারীদের একটু ধৈর্য ধরতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply