সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে নীতিগত একমত সব রাজনৈতিক দল চমক রেখে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার দল ঘোষণা ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী রেফ্রিজারেটরে অল রাউন্ড কুলিং ফিচার থাকা জরুরী কেন? ডেবিট কার্ডে লেনদেনে সেরা ১০ জন গ্রাহককে পুরস্কৃত করল আইএফআইসি ব্যাংক ওয়ালটনের প্যাসেঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উদ্বোধন করলেন কন্ঠশিল্পী তাহসান ইউনিয়ন ব্যাংকে বিনিয়োগ আদায়ে জোর তৎপরতা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন আদিল চৌধুরী ক্যালিফোর্নিয়ায় ৩০০ কৃষি শ্রমিক পাঠাবে ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড

পুলিশ হেফাজতে নিহত রায়হান হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

সিলেট প্রতিনিধি: সিলেটের কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মামলার চার্জ গঠন করেন সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম আদালতে অভিযোগ গঠনের মাধ্যমে চাঞ্চল্যকর এই মামলার বিচার শুরু হয়।

আদালতের পিপি নওশাদ আহমদ আগামী ১০ মে বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার শুরু হবে। অভিযোগ গঠনকালে মামলার মূল আসামি সিলেটের বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ ৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে. মামলার এক আসামি কথিত সাংবাদিক নোমান পলাতক রয়েছেন।

এর আগে, মামলার অভিযোগ গঠনের তারিখ কয়েকদফা পিছিয়ে যায়। সর্বশেষ গত ১২ এপ্রিল আদালতে আসামিদের হাজির করা হলেও অভিযোগ গঠন পিছিয়ে যায়।

২০২০ সালের ১০ অক্টোবর রাতে রায়হান আহমদকে ধরে নিয়ে কোতোয়ালির বন্দরবাজার ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর সকালে হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যে মৃত্যু নিয়ে দেশ-বিদেশে তোলপাড় চলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে পুলিশ হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা দায়ের করেন।

গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ বছরের ৮ মার্চ সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে বহুল আলোচিত মামলাটি উপস্থাপন করা হলে বিচারক আবদুল মোমেন মামলার বিচারকাজ পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS