চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ২৯০ মিলিয়ন ডলার বা প্রায় ১০ শতাংশ। বাণিজ্য ঘাটতি কমার কারণ আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি বেড়ে যাওয়া।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল তিন দশমিক শূন্য চার বিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আমদানি খরচ আগের বছরের একই সময়ের তুলনায় এক দশমিক দুই শতাংশ কমে নয় দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য অগ্রগতি হলো গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে।
গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার।
তবে আর্থিক হিসাব নেতিবাচক রয়ে গেছে। জুলাই-আগস্টে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। এটি আগের বছরের একই সময়ে ছিল এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply