আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমের সংলাপের অংশ হিসেবে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য সোমবার বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে।
ইসি বলছে, সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, চার জন নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এ তথ্য নিশ্চিত করে ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, ‘আগামীকাল বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এ সংলাপে উপস্থিত থাকতে মোট ৩৮ জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩৮ জনের কাছে আমন্ত্রণের চিঠি পৌঁছে দেওয়া হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই হয়তো আসবেন। বাকিটা আগামীকাল বোঝা যাবে।’
প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে গত ৬ এপ্রিল সংলাপে বসেছিল ইসি। সংলাপে তাঁরা ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন। এ ছাড়া নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ এবং বিভাগভিত্তিক একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশও করেন তাঁরা।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়ে কমিশন সভার আগেই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফায় সংলাপ করেছে ইসি। আগের সংলাপগুলোতে আমন্ত্রিতরা ইসির সঙ্গে বৈঠকে বসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের অধীনে আনা, দলগুলোর আস্থা অর্জনসহ বিভিন্ন প্রস্তাব দেন।
জানা গেছে, এরপর নির্বাচন কমিশন নারী নেত্রীদের সঙ্গে বসতে পারে। সবশেষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার কথা রয়েছে কমিশনের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply