নাইজেরিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নাইজেরিয়ার কানো রাজ্যের গেজাওয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেয়ার সময় এ ঘটনা ঘটে।
মুসল্লিরা নামাজ আদায়ের জন্য জড়ো হলে এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এর আগে সে বাইরে থেকে দরজায় তালা দিয়ে দেয়, এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি আটকা পড়েন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ঘটনার সূত্রপাত। এরইমধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের সময় মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায়। তারা ভেতর থেকে তালাবদ্ধ দরজা খোলার চেষ্টা করেছিলেন। শব্দ শুনে প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে গেলেও সবাইকে বাঁচানো যায়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে সন্দেহভাজন ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আগুন লাগান তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply