ব্রিটিশ ভোগ্যপণ্য প্রস্তুতকারক গ্রুপ ইউনিলিভার তাদের আইসক্রিমের ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় সাড়ে ৭ হাজার লোক চাকরি হারাবে।
মঙ্গলবার (১৯ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওয়াল’স আইসক্রিম, ম্যাগনাম, বেন অ্যান্ড জেরিসের মতো জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড এতদিন সরাসরি ইউনিলিভার প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এবার এই আইসক্রিম ব্যবসাকে নিজেদের প্রতিষ্ঠান থেকে আলাদা করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অবিলম্বে এই আলাদা করে দেয়ার প্রক্রিয়া শুরু এবং ২০২৫ সালের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণরুপে সম্পন্ন হবে বলে জানায় ইউনিলিভার। এতে প্রায় সাড়ে ৭ হাজার কর্মী তাদের চাকরি হারাতে যাচ্ছেন বলেও জানা যায়।
ইউনিলিভার সাধারণত বাড়ির দৈনন্দিন সব প্রয়োজনীয় জিনিসই বাজারজাত করে থাকে। কিন্তু আইসক্রিমের ব্যবসা থেকে সড়ে দাঁড়ানোর পেছনে আরও ভালো কিছুর করার প্রত্যাশা লুকিয়ে আছে বলে জানানো হয় ইউনিলিভারের পক্ষ থেকে।
সারাবিশ্বে ইউনিলিভারের প্রায় ১ লাখ ২৮ হাজার কর্মী কাজ করে থাকেন। এর মধ্যে এই সিদ্ধান্তের ফলে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৭ হাজার লোক কর্মসংস্থান হারাতে যাচ্ছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply